English Grammar (Language and Grammar)
Language and Grammar
![]() |
language and grammar,rokomaricare |
Language:
Language
is an invaluable resource in human life. Language is the main medium of
communication. Apart from language, people can express their thoughts in more
different ways. In the primitive age when man could not speak orally like the
people of the present age; Then they would express their feelings through
gestures, gestures, dance or pictures. From then on, they began to use symbolic
sounds to communicate with each other. Language is the symbolic sound that
expresses all those special feelings. In the evolution of time, all those
semantic sounds or sets of sounds began to be pronounced by people following
certain rules. All these semantic sounds later became different languages. To
pronounce this sound, one has to take the help of lips, voice, nose, rhythm of
teeth etc. Together they are called vocal instruments. Sound is a combination
of different sounds uttered from the vocal cords. One type of sound or language
is understandable to the people of one region or country.
মানবজীবনে ভাষা এক অমল্য সম্পদ। ভাষা হচ্ছে পারস্পরিক
ভাব বিনিময়ের প্রধান মাধ্যম। ভাষা ছাড়া আরো বিভিন্ন ভাবে মানুষ মনের ভাব প্রকাশ করতে
পারে। আদিম যগে মানষ যখন বর্তমান যুগের মানুষের মত মুখে কথা বলতে পারত না; তখন তারা
ইশারা-ইঙ্গিতে অঙ্গ-ভঙ্গি করে নাচের মাধ্যমে বা ছবি একে নিজেদের মনের ভাব প্রকাশ করত।
তারপর থেকে ধীরে ধীরে একে অন্যর নিকট ভাব বিনিময় করার জন্যে সাংকেতিক ধ্বনি উচ্চারণ
করতে শুরু করল। সেই সব বিশেষ বিশেষ ভাব প্রকাশক সাংকেতিক ধ্বনি হলো ভাষা। কালের বিবর্তনে
ঐ সব অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি মানুষ
নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে উচ্চারণ করতে শুরু করে। এ সকল অর্থবোধক ধ্বনি সমষ্টিই
পরবর্তিতে বিভিন্ন ভাষায় পরিণত হয়। এই ধ্বনি উচ্চারণ করতে ওষ্ঠ, কণ্ঠ, নাসিকা, দন্ত
তাল ইত্যাদির সাহায্য নিতে হয়। এদেরকে একত্রে বাগযন্ত্র বলে। বাগযন্ত্র থেকে উচ্চারিত বিভিন্ন ধ্বনি মিলে হয় শব্দ। এক এক ধরনের ধ্বনি
বা ভাষা এক এক অঞ্চলে বা দেশের মানষের কাছে
বোধগম্য।
ভিন্ন ভিন্ন দেশ বা জাতির নামানসারে ভাষার
নামকরণ করা হয়ে থাকে। যেমন: আমরা বাংলাদেশী, তাই আমাদের ভাষার
নাম Bangla (বাংলা), তেমনি ইংরেজদের English (ইংরেজি), আরবদের Arabic (আরবি), জাপানিদের Japanese (জাপানি),ফরাসিদের French (ফারসি) ইত্যাদি। আবার দেখা যায় একটি দেশে বা অঞ্চলে একাধিক ভাষা চাল রয়েছে। যেমন
ঃ ভরতের লোকেরা Hindi (হিন্দি), Bangla (বাংলা), English (ইংরেজি), Tamil (তামিল), Panjabi (পাঞ্জাবি) ইত্যাদি ভাষায় কথা বলে।
Definition of Language -মনের ভাব বা ইচ্ছা প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে মানষ মখে আওয়াজ করে বা
কলম দিয়ে লিখে অন্যের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি নিয়মবদ্ধ ভাবে উচ্চারণ করে তাকে
Language বা ভাষা বলে।
Language
is the sound or set of sounds that can be understood by others with the help of
a verbal instrument to express one's thoughts or desires.
Grammar
- is linguistics. Man is a social creature. It is human nature to live in a
society. In order to live in a society, one has to follow certain rules and
regulations, just as one has to follow the rules and regulations while
speaking, reading and writing the language correctly. Grammar is the name given
to the combination of such rules and regulations of language. Grammar analyzes
language specifically.
Grammar - হলো ভাষা বিজ্ঞান। মানষ সামাজিক জীব। সমাজে বসবাস করা মানষের সহজাত প্রবত্তি। সমাজে বসবাস করতে হলে যেমন কিছ নিয়ম-নীতি ও রীতি-নীতি মেনে চলতে হয়, তেমনি ভাষা শুদ্ধভাবে বলা, পড়া ও লেখার সময় নিয়ম-কানন ও রীতি-নীতি মেনে চলতে হয়। ভাষার এরূপ নিয়ম-কানন ও রীতি-নীতির সমষ্টির নাম হলো Grammar বা ব্যাকরণ। Grammar ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণ করে থাকে।
Definition of Grammar -যে বই পড়লে ভাষাকে শুদ্ধভাবে
বলা, পড়া ও লেখার নিয়ম-কানন ও রীতি-নীতি জানা
এবং শুদ্ধভাবে/করে তার প্রয়োগ করা যায়, তাকে Grammar
বা ব্যাকরণ বলে।
The
book that can be read correctly to know the language, the rules and regulations
of reading and writing and to apply it correctly / is called grammar or
grammar.
Classification
of Grammar
Classification
of Grammar
Grammar - কে মোট পাচ ভাগে ভাগ করা যায়। যেমন:
- Orthography
- Etymology
- Syntax
- Punctuation
- Prosody
১. Orthography বা বর্ণ প্রকরণ : The
part of Grammar that you read is the Alphabet; Knowledge of word or word
spelling education is called Orthography.
Grammar এর যে অংশ পাঠ করলে Alphabet বা বর্ণমালা; Word বা শব্দ-এর বানান শিক্ষা প্রণালী সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, তাকে Orthography বা বর্ণ প্রকরণ বলে।
Grammar এর যে অংশ পাঠ করলে Alphabet বা বর্ণমালা; Word বা শব্দ-এর বানান শিক্ষা প্রণালী সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, তাকে Orthography বা বর্ণ প্রকরণ বলে।
২. Etymology বা পদ প্রকরণ : The
etymology of that part of grammar; Classification and transformation are
discussed, called Etymology.
Grammar এর যে অংশে Word বা শব্দের ব্যৎপত্তি; শ্রেণীবিভাগ ও রূপান্তর সম্বন্ধে আলোচনা করা হয়, তাকে Etymology বা পদ প্রকরণ বলে।
Grammar এর যে অংশে Word বা শব্দের ব্যৎপত্তি; শ্রেণীবিভাগ ও রূপান্তর সম্বন্ধে আলোচনা করা হয়, তাকে Etymology বা পদ প্রকরণ বলে।
৩. Syntax
বা বাক্য প্রকরণ : The
part of grammar that can be read to gain knowledge about sentence structure is
called syntax. It is also called the grammatical arrangement of words or
phrases.
Grammar এর যে অংশ পাঠ করলে বাক্যের গঠন সম্বন্ধে জ্ঞান লাভ করা যায়, তাকে Syntax বা বাক্য প্রকরণ বলে। একে শব্দ বা পদের ব্যাকরণসম্মত বিন্যাসও বলে।
Grammar এর যে অংশ পাঠ করলে বাক্যের গঠন সম্বন্ধে জ্ঞান লাভ করা যায়, তাকে Syntax বা বাক্য প্রকরণ বলে। একে শব্দ বা পদের ব্যাকরণসম্মত বিন্যাসও বলে।
৪. Punctuation বা বিরাম চিহ্ন প্রকরণ : The part of grammar that gives the correct idea about the use of punctuation in a sentence is called punctuation.
Grammar এর যে অংশ পাঠ করলে বাক্যে বিরাম চিহ্ন প্রয়োগ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়, তাকে Punctuation বা বিরাম চিহ্ন প্রকরণ বলে।
Grammar এর যে অংশ পাঠ করলে বাক্যে বিরাম চিহ্ন প্রয়োগ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়, তাকে Punctuation বা বিরাম চিহ্ন প্রকরণ বলে।
৫. Prosody বা ছন্দ প্রকরণ : The part of grammar that can be read to gain knowledge about the art of rhyme-poetry is called prosody.
Grammar এর যে অংশ পাঠ করলে ছন্দ-কবিতা রচনার কলা-কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, তাকে Prosody বা ছন্দ প্রকরণ বলে।
Grammar এর যে অংশ পাঠ করলে ছন্দ-কবিতা রচনার কলা-কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, তাকে Prosody বা ছন্দ প্রকরণ বলে।
No comments