English Grammar | (Number-সংখ্যা বা বচন)


Number: সংখ্যা বা বচন


Number:
Number শব্দের অর্থ সংখ্যা বা বচন। তবে Number এর মল উৎপত্তি মুলত Noun থেকে । Number বলতে সাধারন অর্থে সংখ্যাকে বুঝায়।
Noun বা Pronoun - এর এক বা একাধিক সংখ্যা বঝাতে রূপের যে পরিবর্তন হয়, তাকে Number বা বচন বলে।
Classification or Types of Number:
Number সাধারনত দুই প্রকার। যথা –
Singular number- একবচন
Plural number- বহু বচন
Singular number- একবচন

যে Noun বা Pronoun দ্বারা একটিমাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বঝায়, তাকে Singular number বা একবচন বলে।
Example: - I, He, She, You, It, Book, Man, Cow etc.
Plural number- বহু বচন

যে noun বা pronoun দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বঝায়, তাকে Plural number বা বহুবচন বলে।
Example: - We, They, You, Books, Men, Cows etc.
Note: - সাধারণভাবে Noun এর Number পরিবর্তন হয় মনে করলেও কেবল মাত্র Common Noun (যেমন- boy, brother, man, book, pen ইত্যাদি) এর পরিবর্তন হয় কিন্ত Collective Noun (যেমন- Dhaka, Tajmahal, Quran ইত্যাদি) এবং Abstract Noun (যেমন- freedom, health, honesty, wealth, kindness ইত্যাদি) এর কোন Number পরিবর্তন হয় না।

Singular number কে Plural Number এ পরিবর্তন করার নিয়ম-

Rule 1: সাধারনত Singular Noun এর শেষে ‘s’ যোগ করে Plural করতে হয় –

Singular

Plural
Singular

Plural
Author
লেখক
authors
Ant
পিপড়া
ants
Animal
প্রাণী
animals
Apple
আপেল
appls
Arm
বাহু
arms
Axe
কঠার
axes
Bird
পাখি
birds
Brother
ভাই
brothers
Book
বই
books
Bag
থলে
bags
Boy
বালক
boys
Car
গাড়ি
cars
Cap
টপি
caps
Cat
বিড়াল
cats
Camel
উট
camels
Chair
চেয়ার
chairs
Crop
শস্য
crops
Crow
কাক
crows
Cow
গরু
cows
Cock
মোরগ
cocks
Clock
ঘড়ি
clocks
Cloud
মেঘ
clouds
Deer
হরিণ
deers
Desk
ডেস্ক
desk
Dog
ককর
dogs
Doll
পতল
dolls
Door
দরজা
doors
Ear
কান
ears
Field
মাঠ
fields
Eye
চোখ
eyes
Friend
বন্ধ
friends
Farmer
কষক
farmers
Frog
ব্যাঙ
frogs
Fan
পাখা
fans
Girl
বালিকা
girls
Goat
ছাগল
goats
Germ
জীবাণ
germs
Gate
ফটক
gates
Hand
হাত
hands
Head
মাথা
heads
Hen
মরগি
hans
House
ঘর
houses
Infant
শিশু
infants
Injection
ইনজেক্শন
injections
King
রাজা
kings
Key
চাবি
keys
Lion
সিংহ
lions
Mat
মাদর
mats
Pen
কলম
pens
Queen
রাণী
queens
Nest
বাসা
nests
Rat
ইদর
rats
Rose
গোলাপ
roses
Ring
আংটি
rings
River
নদী
rivers
Ship
জাহাজ
ships
Student
ছাত্র
students
Sister
বোন
sisters
Snake
সাপ
snakes
Teacher
শিক্ষক
teachers
Table
টেবিল
tables
Toy
খেলনা
toys
Window
জানালা
windows
Cow 
গাভী
cows
Cat
বিড়াল
Cats
Eye
চোখ
Eyes
House
গৃহ
Houses
Desk
ডেস্ক
Desks


Rule 2: Singular Noun এর শেষে s, ss, sh, x, বা z থাকলে এবং শেষের ch এর উচ্চারণ ‘চ’ এর মত হলে ঐ সব Noun এর শেষে es যোগ করে Plural করতে হয়।

Singular

Plural
Singular

Plural
Bus
বাস
buses
Ass
গাধা
asses
Box
বাক্স
boxes
brush
ব্রাশ
brush
Bench
বেঞ্চ
benches
Branch
শাখা
branches
Bush
ঝোপ
bushes
Bunch
গুচ্ছ
bunches
Batch
দল
batches
Church
গির্জা
churches
Class
শ্রেণি
classes
Dish
পাত্র
dishes
Fox
খেক শিয়াল
foxes
Glass
গাস
glasses
Fez
টপি
fezes
Loss
ক্ষতি
losses
Tax
খাজনা/কর
taxes
Topaz
মল্যবান পাথর
Topazes

ব্যতিক্রম  Singular Noun এর  শেষের ‘ch’ এর উচ্চারণ ‘চ’ এর মত না হয়ে ‘ক’ এর মত হলে ‘es’ যোগ না হয়ে শুধু ‘s’ যোগ হয়ে Plural হবে। যেমন –

Singular

Plural
Stomach
পেট
Stomachs
Patriarch
কুলপতি
Patriarchs
Monarch
রাজা
Monarchs

Rule 3: Singular Noun এর শেষ বর্ণটি ‘o’ হলে এবং তার পূর্বের বর্ণটি consonant হলে ঐ noun এর শেষে ‘es’ যোগ করে plural করতে হয়। যেমন
Singular

Plural
Mango
আম
Mangoes
Potato
আলু
Potatoes
Hero
বীর
Heroes
Negro
নিগ্রো
Negroes
Cargo
জাহাজী মাল
Cargoes
Volcano
আগ্নেয়গিরি
Volcanoes
Buffalo
মহিষ
Buffaloes

 ব্যতিক্রম : কিছু noun এর শেষে ‘o’ এবং ‘o’ এর পূর্বে consonant থাকা সত্ত্বেও সেগুলোর শেষে ‘s’ যোগ করে plural করতে হয়।
Singular

Plural
Photo
ছবি
Photos
Solo
একাকী
Solos
Piano
পিয়ানো
Pianos
Canto
কাব্যের সর্গ
Cantos

Rule 4: Singular Noun এর শেষে ‘o’ এবং ‘o’ এর পূর্বে vowel থাকলে শুধু ‘s’ যোগ করে plural করতে হয়।

Singular

Plural
Radio
রেডিও
Radios
Cuckoo
কোকিল
Cuckoos
Stereo
স্টেরিও
Stereos
Bamboo
বাঁশ
Bamboos
Studio
চিত্রশালা
Studios

Rule 5: Singular Noun এর শেষের বর্ণ ‘y’ এবং ‘y’ এর পূর্বে consonant থাকলে ‘y’ এর পরিবর্তে ies যুক্ত করে plural করতে হয়।

Singular

Plural
City
শহর
Cities
Baby
বাচ্চা
Babies
Army
সেনা
Armies
Body
শরীর
Bodies
Hobby
শখ
Hobbies
Lady
ভদ্রমহিলা
Ladies

 ব্যতিক্রম : কিন্তু y এর পূর্বে vowel হলে সেক্ষেত্রে singular noun এর শেষে শুধু s যোগ করে plural করতে হয়।

Singular

Plural
Key
মূল
Keys
Donkey
গাধা
Donkeys
Monkey
বানর
Monkeys
Toy
খেলনা
Toys
Day
দিন
Days

Rule 6: f, fe, ef যুক্ত singular noun এর শেষে f, fe, ef উঠিয়ে ves বসিয়ে plural করতে হয়।

Singular

Plural
Calf
বাছুর
Calves
Leaf
গাছের পাতা
Leaves
Wife
স্ত্রী
Wives
Thief
চোর
Thieves
Life
জীবন
Lives

ব্যতিক্রম শেষে ief, oof, ff, rf, if, eef, ife, fe, রয়েছে এ ধরনের বিশেষ কয়েকটি শব্দের শেষে শুধু s যোগ করে plural করতে হয়।

Singular

Plural
Roof
ছাদ
Roofs
Hoof
খুর
Hoofs
Safe
নিরাপদ
Safes
Dwarf
বামন
Dwarfs
Cliff
খাড়া বাঁধ
Cliffs
Reef
প্রবালপ্রাচীর
Reefs
Belief
বিশ্বাস
Beliefs

Rule 7:  কতগুলো singular noun এর মাঝের এক বা একাধিক vowel বা consonant পরিবর্তন করে plural করতে হয়।
Singular

Plural
Man
মানুষ
Men
Woman
নারী
Women
Mouse
মাউস
Mice
Foot
পা
Feet
Tooth
দাঁত
Teeth

Rule 8: কতগুলো noun এর শেষে en, ren বা ne যোগ করে plural করতে হয়।

Singular
Plural
Ox
বলদ
Oxen
Brother
ভাই
Brethren
Child
শিশু
Children

Rule 9:  Compound noun গুলোর মূল noun টির শেষে s যোগ করে কিংবা মাঝের vowel পরিবর্তন করে plural করতে হয়।

Singular

Plural
Brother-in-law
দুলাভাই, শালা
Brothers-in-law
Son-in-law
জামাতা
Sons-in-law
Washer-man
ওয়াশার-ম্যান
Washer-men
Passer-by
পার্শ্বগামী
Passers-by
Step-son
স্টেপ-পুত্র
Step-sons
Maid-servant
দাসী
Maid-servants

Rule 10: Hyphen (-) বিহীন compound noun গুলোকে s যোগে plural করতে হয়।

Singular

Plural
Handful
থাবা
Handfuls
Bookcase
বই রাখিবার আলমারি
Bookcases
Spoonful
চামচের এক চামচ
Spoonfuls
Armchair
আরামকেদারা
Armchairs

Rule 11:  কতগুলো compound noun কে s যোগে plural করতে হয়।

Singular
Plural
Man-servant
পুরুষ দাস
Men-servants
Lord-justice
প্রভু-বিচার
Lords-justices
Woman-servant
নারী-দাস
Women-servants
Knight-templar
নাইট-টেম্পলাররা
Knights-templars

Rule 12:  কতগুলো compound noun এর শেষের noun টির সাথে s যোগ করে plural করতে হয়।
Singular

Plural
Bookcase
বই রাখিবার আলমারি
Bookcases
Inspector-general
ইন্সপেক্টর জেনারেল
Inspector-generals
Showcase
প্রদর্শনী
Showcases
Armchair
আরামকেদারা
Armchairs

Rule 13:  কিছু noun এর singular ও plural একই হয়ে থাকে
Singular

Plural
Sheep
মেষ
Sheep
Pair
যুগল
Pair
Swine
শূকর
Swine
Dozen
ডজন
Dozen
Gross
স্থূল
Gross

Rule 14: কিছু collective noun এর গঠন singular এর মত হলেও এগুলো plural হিসেবে ব্যবহৃত হয়।
যেমন – poultry, people, cattle, gentry, public, vermin, majority, mankind. 

Rule 15:  কিছু common noun এর গঠন singular এর মত হলেও এগুলো plural হিসেবে ব্যবহৃত হয়।
যেমন – the rich, the poor, the virtuous, the pious.
- The rich are not always happy. (Rich is not হয়নি)
- The virtuous are blessed. 

Rule 16: কিছু noun plural এর মত হলেও এগুলো মূলত singular হিসেবে ব্যবহৃত হয় এবং এদের পরে verb এর singular form ব্যবহার হয়।
যেমন – physics, mathematics, politics, economics, wages, athletics, news, optics, statistics.
- Mathematics is hard subject to me.
- This news is is important. 

Rule 17: কিছু noun সর্বদা singular হিসেবে ব্যবহৃত হয়।
যেমন –
Furniture, alphabet, brick, business, hair, information, scenery, machinery, beard, issue, poetry, progress, money, abuse, expenditure, baggage.
- Her hair is very black.
- Money is not a matter. 

Rule 18: কিছু noun সর্বদা plural হিসেবে ব্যবহৃত হয়। এদের কোন singular হয় না।
যেমন-
রোগের নাম – Measels (হাম), Mumps(গাল-গলা ফুলা)
খেলার নাম – Billiards, Draughts.
পোশাকের নাম- trousers, drawers(দুপাবিশিষ্ট পোশাক)
একই রূপ বিশিষ্ট/ জোড়া – spectacles, scissors.

Rule 19: বর্ণ, সংখ্যা বা প্রতীককে plural করতে apostrophe ( ’ ) ব্যবহার করতে হয়।
- There are five M.A’s in our village.
- Add four 3’s and five 2’s.

Rule 20: কিছু noun রয়েছে যাদের singular ও plural ভিন্ন অর্থ প্রকাশ করে।

Singular
Plural
Advice (উপদেশ) 
Advices (সংবাদ)
Wood (কাঠ)
Woods (বন)
Physic (ওষুধ)
Physics (পদার্থ বিদ্যা)
Good (ভাল)
Goods (মালপত্র)
Force (শক্তি)
Forces (সৈন্যবাহিনী)
Sand (বালি)
Sands (মরুভূমি) 


Rule 21: Material noun গুলোর সাধারণত plural হয় না। যেমন- water, sugar, iron, cooper, oil, silver, wood, etc. 

Rule 22: Abstract noun এর plural form হয় না. যেমন- kindness, hope, charity, love, honesty, etc.

Rule-23: যে সকল  Singular Noun এর শেষে ‘y’ অক্ষরটি থাকে এবং ‘y’ - এর ঠিক পর্বে Constant থাকে, তাহলে Plural করতে হলে ‘y’ অক্ষরটি বাদ দিয়ে সেখানে ‘ies’ যোগ করতে হয়। যেমনঃ-

Singular

Plural
Berry
জাম
Berries
Story
গল্প
stories
Curry
তরকারি
curries
Duty
কর্তব্য
duties
Enemy
শত্র“
enemies
Party
দল
parties
beauty
সন্দরী
beauties
Fly
মাছি
flies
Pony
টাট্র ঘোড়া
ponies
Family
গুপ্তচর
families
Lily
পদ্মফল
lilies
Country
দেশ
countries
Ruby
লালমণি
rubies

Rule-24: Compound Singular Noun- এর শেষ অংশ ‘man’ হলে এবং তার অর্থ ‘মানষ’ বঝালে ‘man’ এর স্থলে  ‘men’ বসিয়ে Plural করতে হয়। যেমনঃ-

Singular
Singular
Boatman
মাঝি
boatmen
Coachman
গাড়োয়ান
coachmen
Milkman
গোয়ালা
milkmen
Sportsman
খেলোয়ার
sportsmen
Footman
পদাতিক
footmen
Washerman
ধোপা
washermen
Chairman
সভাপতি
chairmen
Englishman
ইংরেজ পরুষ
englishmen
Postman
ডাক হরকরা
postmen
Salesman
বিক্রেতা
salesmen
Fisherman
জেলে
fishermen
Workman
শ্রমিক
workmen

Rule-25: Pronoun এর Plural করার নির্দিষ্ট কোন নিয়ম নেই। যেমনঃ-  

Singular

 Plural

I
আমি
We
আমরা
He/She
সে
They
তারা
Me
আমাকে
Us
আমাদেরকে,আমাদিগকে
My
আমার
Our
আমাদের
Mine
আমার
Ours
আমাদের
Your
তোমার,আপনার
Your
তোমাদের
You/Thee
তোমাকে
You
তোমাদেরকে,আপনাদিগকে
You/Thou
তমি
You
তোমরা,আপনাদিগকে
Yours
তোমার,আপনার
Yours
তোমাদের,আপনাদের
It
এটা,ইহা
They
তারা,ইহারা
Its
ইহার
Their
তাদের,ইহাদের
Him
তার(পং)
Them
তাদেরকে
Her
তার (স্ত্রী)
Them
তাদেরকে
This
এটা
These
এগুলো
That
ওটা
Those
ওগুলো
Who
কে
Who
কারা
Whom
কাকে
Whom
কাদেরকে
Whose
কার
Whose
কাদের
Which
কোনটি
Which
কোনগুলো
What
কি/কী
What
কীকী
Myself
আমি নিজে
Ourselves
আমরা নিজেরা
Yourself
তোমরা নিজে
Yourselves
তোমাদেও নিজেদের


 
Plural of Some Foreign Words:

Singular

Plural
agendum
agendum
agenda
analysis
বিশ্লেষণ
analyses
alumnus
প্রাক্তন ছাত্র
alumni
basis
ভিত্তি
bases
oasis
মরুদ্যান
oases
thesis
গবেষণামূলক প্রবন্ধ
theses
parenthesis
প্রথম বন্ধনী
parentheses
criterion
নির্ণায়ক
criteria
stimulus
উদ্দীপক বস্তু
stimuli
phenomenon
ঘটমান বিষয়
phenomena
axis
অক্ষ
axes
crisis
সঙ্কট
crises
medium
মধ্যম
media
radius
ব্যাসার্ধ
radii
appendix
উপাঙ্গ
appendices
hypothesis
অনুমান
hypotheses
curriculum
পাঠ্যক্রম
curricula
ovum
ডিম্বাণু
ova



Singular

Plural
Abyss
রসাতল
abysses
Aquarium
অ্যাকোয়ারিয়াম
aquaria
Arch
খিলান
arches
Atlas
মানচিত্রাবলী
atlases
Axe
কুঠার
axes
Bacterium
রোগজীবাণু
bacteria
Beach
সৈকত
beaches
Brush
ব্রাশের
brushes
Chateau
অট্টালিকা
chateaux
Cherry
চেরি
cherries
Church
গির্জা
churches
Circus
সার্কাস
circuses
Cod
বালিশ
cod
Copy
কপি
copies
Dictionary
অভিধান
dictionaries
Domino
পৌর ক্রীড়াবিশেষ
dominoes
Echo
প্রতিধ্বনি
echoes
Emphasis
জোর
emphases
Fax
ফ্যাক্স
faxes
Flush
ঘনিষ্ঠরূপে
flushes
Hoax
ধাপ্পাবাজি
hoaxes
Iris
রামধনু
irises
Kiss
চুম্বন
kisses
Mess
জগাখিচুড়ি
messes
Moose
আমেরিকার হরিণবিশেষ
moose
Motto
নীতিবাক্য
mottoes
Nanny
আয়া
nannies
Neurosis
উদ্বায়ু
neuroses
Pass
পাস
passes
plateau
মালভূমি
plateaux
poppy
পোস্ত
poppies
Quiz
ব্যঙ্গ
quizzes
reflex
প্রতিবিম্ব
reflexes
runner-up
রানার আপ
runners-up
scarf
ওড়না
scarves
scratch
আঁচড়ের দাগ
scratches
series
ক্রম
series
sheaf
গোছা
sheaves
shelf
বালুচর
shelves
splash
জলের ছিটা
splashes
stitch
সেলাই
stitches
tornado
ঘূর্ণিঝড়
tornadoes
Try
চেষ্টা
tries
waltz
উঅলত্স্
waltzes
wash
ধোয়া
washes
watch
ঘড়ি
watches
wharf
ঘাটা
wharves
louse
উকুন
lice
dormouse
অলস
dormice
mouse
মাউস
mice(computer mouse can also take the regular plural form mouses)


Some Very Important Points:

নিচের noun গুলির পূর্বে বহুবচনগত সংখ্যা বসলেও তাদের Plural ব্যবহার করা যাবেনা। যেমনঃ
Brace, dozen, fathom, gross, pair, yoke, score, hundred, thousand.
Incorrect: He gave us seven thousands taka.
Correct: He gave us seven thousand taka.

নিচের noun গুলি সব সময়ই Singular, এদের কখনো Plural ব্যবহার করা যাবেনা যেমনঃ
Furniture, scenery, information, poetry, machinery, expenditure, bread, advice.
Incorrect: Sumon gave us some machineries.
Correct: Sumon gave us some machinery.

নিচের noun গুলি সব সময়ই Plural, এদের কখনো Singular ব্যবহার করা যাবেনা । যেমনঃ
a) Pair Nouns: scissors, bellows, spectacles etc
b) dress having two legs: trousers, shorts, pants etc
c) diseases: measles, mumps
d) certain other nouns: ashes, alms, assets, clothes, vegetables, goods, premises etc
Incorrect: This shorts is nice.
Correct: These shorts are nice.

নিচের noun গুলির Singular এবং Plural একই। যেমনঃ
Deer, sheep, canon, gross, apparatus, spices, innings, crops, salmon.
Incorrect: I have seven deers.
Correct: I have seven deer.

নিচের noun গুলি দেখতে Plural হলেও তারা Singular.  যেমনঃ
gallows, news, physics, ethics, politics, statistics, economics, athletics, mathematics, gymnastics etc
Incorrect: Statistics are a difficult subject.
Correct: Statistics is a difficult subject.

নিচের noun গুলি দেখতে Singular হলেও তারা Plural. যেমনঃ
people, cattle, folk, swine, poultry, police, vermin etc
Incorrect: The police is watching the house.
Incorrect: The police are watching the house.



No comments

Powered by Blogger.